বার্তাকক্ষ ,,অভিনেতা রায়ান রেনোল্ডসের সেলফোন ক্যারিয়ার প্রতিষ্ঠান মিন্ট মোবাইল অধিগ্রহণের ঘোষণা দিয়েছে টি-মোবাইল। অধিগ্রহণের মূল্য ১৩৫ কোটি ডলারের কাছাকাছি। প্রিপেইড পণ্যের লাইনআপ বাড়ানোর অংশ হিসেবে টি-মোবাইল এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পূর্বে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকেই মিন্ট মোবাইল কেনার কথা ভাবছিল টি-মোবাইল। এক ব্লগপোস্টে টি-মোবাইল ঘোষণা দেয়, প্রচলিত প্রিপেইড সেলুলার ব্র্যান্ড মিন্ট মোবাইল, আল্ট্রা মোবাইল ও ওয়্যারলেস হোলসেলার প্লামের প্যারেন্ট প্রতিষ্ঠান কায়েনা করপোরেশন অধিগ্রহণ করবে। টেকটাইমস