বার্তাকক্ষ
অ্যাপ স্টোরের ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২২ সালে মোট ৬১ লাখ ১ হাজার ৯১৩টি অ্যাপের আবেদন পর্যালোচনা করেছে কোম্পানিটি। এর মধ্যে ১৬ লাখ ৭৯ হাজার ৬৯৪টি আবেদন বাতিল করে দেয়া হয়েছে। খবর এনগ্যাজেট।
৯টু৫ম্যাক প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। গত বছর চমকপ্রদভাবে অ্যাপ স্টোরে জায়গা পেতে ব্যর্থ হওয়া অ্যাপগুলোর ব্যর্থতা ছিল নির্দেশিকা মেনে না চলা। আর আইনি কারণ দেখিয়ে কোম্পানির চার লাখ ৪১ হাজার ৯৭২টি আবেদন খারিজের বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে।
২০২২ সালে নিজস্ব অ্যাপ স্টোর থেকেও ১ লাখ ৮৬ হাজার ১৯৫টি অ্যাপ সরিয়েছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট। পাশাপাশি, ১ হাজার ৪৭৪টি অ্যাপ সরানোর অনুরোধ পেয়েছে কোম্পানিটি, যার বেশির ভাগই এসেছে চীন থেকে। আর কেবল ১৪টি অ্যাপ সরানোর অনুরোধ জানিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত।
অ্যাপলের বিবৃতি, চীন থেকে অ্যাপ সরানোর অনুরোধের বিপরীতে ৫ হাজার ৪৮৪টি অ্যাপ ফিরিয়ে আনার আপিলও পেয়েছে কোম্পানিটি। তবে এর মধ্যে অ্যাপ স্টোরের চীনা সংস্করণে সফলভাবে ফিরেছে কেবল ১৬৯টি অ্যাপ।
গত বছর প্রতি সপ্তাহে গড়ে ৭৪ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৮৭৭টি অ্যাপ ডাউনলোড করেন আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীরা। এর চেয়েও চমকপ্রদ তথ্য হলো, প্রতি সপ্তাহে অ্যাপ পুনরায় ডাউনলোড করার গড় গিয়ে ঠেকেছে ১৫৩ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ২৬৬টি অ্যাপে।
২০২১ সালে অ্যাপ স্টোর ডেভেলপারদের সঙ্গে করা চুক্তির অংশ হিসেবে এ ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ শুরু করতে রাজি হয় অ্যাপল। সে সময় কোম্পানি বলেছে, এসব প্রতিবেদনে অ্যাপ পর্যালোচনা পদ্ধতি সংশ্লিষ্ট বিভিন্ন ‘অর্থপূর্ণ’ পরিসংখ্যান পাওয়া যাবে।
