বার্তাকক্ষ ,,চীনের বাজারে গত বছর ১১ লাখের বেশি এক্সটেন্ডেড রিয়ালিটি (এক্সআর) প্রযুক্তির হেডসেট শিপমেন্ট করা হয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের এক্সআর মডেল ট্র্যাকারবিষয়ক সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এক্সআর রিয়ালিটি হলো অগমেন্টেড রিয়ালিটি (এআর) এবং ভার্চুয়াল রিয়ালিটির (ভিআর) সম্মিলিত পরিচিতি। তথ্য বলছে, ২০২২ সালে ভিআর এক্সআর মডেল বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। এ সময়ের সামগ্রিক হিসাবের মধ্যে ৯৫ শতাংশের অধিক শিপমেন্ট ভিআর এক্সার মডেলের। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য বলছে, পিকো কোম্পানির এক্সআর হেডসেট চীনা বাজারে নাম্বার ওয়ান ব্র্যান্ড। ২০২২ সালে এর বাজার হিস্যা ছিল ৪৩ শতাংশ। এরপর দ্বিতীয় অবস্থানে ডিপিভিআর, যাদের বাজার হিস্যা ৩৬ শতাংশ। শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে আরো রয়েছে আইকিউআইআই, এইচটিসি ও নোলো। প্রত্যেকেই একক অংকের বাজার হিস্যা পেয়েছে।