প্রতিদিনের ডেস্ক
২০টি শর্ত দিয়ে শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ডিএমপি কার্যালয়ে সাংবাদিকের সামনে তথ্য নিশ্চিত করেন সংস্থাটির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন। ড. খ. মহিদ উদ্দিন বলেন, বিএনপি ও আওয়ামী লীগের কাছে আমরা সাতটি বিষয় জানতে চেয়েছিলাম। দলের পক্ষ থেকে আমাদের কাছে চিঠিতে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন; আশা করবো সেগুলো তারা অনুসরণ করবেন। দুই দলই নিশ্চিত করেছে, তাদের সমাবেশ শান্তিপূর্ণ হবে। আমরা ঢাকাবাসীর নিরাপত্তা দিতে চাই। আশা করি, রাজনৈতিক দলগুলো আমাদের সহযোগিতা করবে। দুই দলকে ২০টি শর্ত দেওয়া হয়েছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শর্ত না থাকলে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার চেষ্টা হতে পারে। শর্তগুলো স্বাভাবিক। কী কী করা যাবে, সমাবেশে কখন আসবে, কখন আসবে না; এসব কিছুই শর্তে বলা আছে।’
বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে শর্তগুলো দেওয়া আছে সবগুলো আইনি কাঠামোর মধ্যে দেওয়া আছে।’ জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তারপরও মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। এ বিষয়ে পুলিশের পদক্ষেপ কী, জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু লিগ্যাল ফ্রেমে আছে। আমরা বৈধ আইনি কাঠামোর জায়গায় আছি। প্রত্যেকের উচিত রাষ্ট্রের যে প্রচলিত আইন আছে, তার প্রতি শ্রদ্ধাশীল থাকা।’
২০ শর্তে আ.লীগ-বিএনপিকে পছন্দের ভেন্যুতেই সমাবেশের অনুমতি : দেওয়া হয়নি জামায়াতকে
Published on
