প্রতিদিনের ডেস্ক
দারুণ ছন্দে আছেন শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা। বিশ্বকাপের মঞ্চে আজ তার ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার সুযোগ ছিল। সেটার বেশ কাছেও চলে গিয়েছিলেন তিনি। কিন্তু দলীয় ৮৪ রানের মাথায় অজমতউল্লাহ ওমরজাইর বলে উইকেটের পেছনে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। ৬০ বলে ৫ চারে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। ৫০ করতে পারলে বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচ ম্যাচে ফিফটি হাঁকানোর নতুন এক মাইলফলক স্পর্শ করতেন তিনি। কিন্তু মাত্র ৪ রানের জন্য সেটি হলো না। দুর্ভাগ্যই বলতে হবে তার। এর আগে তিনি পাকিস্তানের বিপক্ষে ৫১, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬১, নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৪ এবং ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৭৭ রানের ইনিংস। আজ করলেন ৪৬ রান। বেশ ধৈর্য্য নিয়ে বলের গুণাগুণ বিচার করে খেলছিলেন আজ। দারুণ দারুণ স্ট্রোকে আফগান বোলারদের মোকাবিলা করছিলেন। কিন্তু ১৯তম ওভারের প্রথম বলে হয়তো মনোসংযোগে চিঁড় ধরেছিল তার। আজমতউল্লাহর অফ স্ট্যাম্পের বাইরে বল তাড়া করে মারতে চেয়েছিলেন। কিন্তু বল তার ব্যাটে আলতো চুমু খেয়ে উইকেটরক্ষকের গ্লাভসে জমা হয়। তাতে হাতের নাগালে থাকা অনন্য একটি রেকর্ড হাতছাড়া হয় তার।
