বার্তাকক্ষ
১০০ জনকে বিয়ের করার ইচ্ছে ৬০ বছর বয়সী এক পাকিস্তানি ব্যক্তির। ইতোমধ্যে ২৬ বার বিয়েও করেছেন এবং ২২ জন স্ত্রীকে তালাকও দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি ১০০বার বিয়ে করতে চান এবং প্রত্যক স্ত্রীর ঘরে একটি করে সন্তানের জন্ম দিবেন। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি তার চার স্ত্রীকে নিয়ে বসে আছে। এরমধ্যে এক স্ত্রীর বয়স মাত্র ১৯ বছর। ওই ব্যক্তি জানান, তিনি শুধু সন্তান জন্মদানের জন্য বিয়ে করেন এপর স্ত্রীদের বাচ্চা হলে তিনি তাদের তালাক দেন। ওই ব্যক্তি আরও বলেছেন, তিনি যেসব স্ত্রীদের তালাক দিয়েছেন তাদের ঘরে ২২ সন্তান। তবে তালাক দেওয়ার পরও তিনি তার স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দিচ্ছেন। ভিডিওতে ওই ব্যক্তি আরও বলেছেন, বিয়ে করা আমার শখ, আমি ১০০ বার বিয়ে করতে চাই। তবে ভাইরাল হওয়া ওই ব্যক্তির পাকিস্তানের কোথায় বসবাস করেন এবং কবে তার এই ভিডিও ধারন করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয় নি।