নিজস্ব প্রতিবেদক, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলায় নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে তরিকুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী শাহ জালাল হোসেনের নির্মাণাধীন ভবনে দুর্ঘটনাটি ঘটেছে। মারা যাওয়া তরিকুল যশোরের কেশবপুর উপজেলার ভায়না গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।
তার সহকর্মী বিল্লাল হোসেন জানান, ব্যবসায়ী শাহ জালাল হোসেনের নির্মাণাধীন ৯ তলা ভবনের সাত তলায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন তরিকুল ইসলাম। দুপুর দেড়টার দিকে বালু ও সিমেন্ট মাখানোর সময় অসাবধানবশত তরিকুল সেখান থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা গেছে। অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে একজন অফিসারকে পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
