বার্তাকক্ষ
নারী টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের ডানহাতি ওপেনার ট্যামি বিউমন্ট। ভেঙে দিলেন ৮৮ বছরের পুরোনো এক রেকর্ড। ইংল্যান্ডের নারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার নজির গড়েছেন বিউমন্ট।ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নারী অ্যাশেজের প্রথম টেস্ট একেবারে জমে উঠেছে। নটিংহ্যামে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৭৩ রানের জবাবে ৪৬৩ করেছে ইংল্যান্ড। ইংলিশদের এই দারুণ জবাব দেওয়া সম্ভব হয়েছে বিউমন্টের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে।বিউমন্ট ২০৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছেন। ৩৩১ বলের ম্যারাথন ইনিংসে ২৭টি বাউন্ডারি হাঁকান এই ওপেনার।
ডাবল সেঞ্চুরি ছোঁয়ার আগেই অবশ্য বিউমন্ট ভেঙে দেন বেটি স্নোবলের গড়া ৮৮ বছর আগেকার রেকর্ড।
১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে নারী ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংস খেলেছিলেন বেটি। গত ৮৮ বছরে কেউ এই রেকর্ড ভাঙতে পারেননি। অবশেষে বিউমন্ট নাম লেখালেন ইতিহাসে।
