Sunday, June 4, 2023
Homeশহর-গ্রামখুলনা৯ বছরে রেকর্ড তাপমাত্রা খুলনা অঞ্চলে, আছে বিদ্যুৎ বিভ্রাট

৯ বছরে রেকর্ড তাপমাত্রা খুলনা অঞ্চলে, আছে বিদ্যুৎ বিভ্রাট

Published on

সাম্প্রতিক সংবাদ

বাজেটে শুল্ক কমানোর উদ্যোগ ইতিবাচক

বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। শুধু নিত্যপণ্য নয়, বেড়েছে বিদ্যুতের দাম, প্রাকৃতিক গ্যাস ও...

নির্বাচনী প্রচার-প্রচারণায় সরগরম সিলেট নগরী

বার্তাকক্ষ নির্বাচনী প্রচার-প্রচারণা আর মাইকিংয়ে এখন সরগম সিলেট নগরী। কে হচ্ছেন আগামী দিনের নগরপিতা আওয়ামী...

ম্যানইউকে হারিয়ে ‘ডাবল’ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

বার্তাকক্ষ ২৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের ট্রেবল জয়ের দারুণ এক হাতছানি ম্যানচেস্টার...

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ

বার্তাকক্ষ ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) ৷...

খুলনা সংবাদদাতা
খুলনা বিভাগে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। গত ৯ বছরের মধ্যে আজ রেকর্ড তাপমাত্রা এই অঞ্চলে। এখানে টানা প্রায় দুই সপ্তাহ দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। সেইসঙ্গে গত ২/৩ দিন লোডশেডিং আর বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে খুলনা অঞ্চলের মানুষের। রোজার মধ্যে গরমের তীব্রতায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। এই তাপমাত্রা আরও ২/৩ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নগরের রিক্সাচালক মো. মিঠু বলেন, সূর্যের অনেক তাপ। রোদে সারা শরীর পুড়ে যায়। ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত আর বিকালে ৫টার পর থেকে গরম কিছুটা কম থাকে। সকাল ১০টার পর থেকে বিকাল ৫টা পর্যন্ত পৰচন্ড তাপদাহ থাকে। মনে হয় যেন চামড়া জ্বলে যাচ্ছে। শরীর ঘেমে যায়। শরীর দূর্বল হয়ে আয়। রিক্সা চালাতে অনেক কষ্ট হয়। মাঝে মধ্যে একটু ছায়াতে থাকি। বৃষ্টিও হচ্ছে না, বৃষ্টি হলে ভালো হতো। নগরীর খালিশপুর পার্কের রোডের বাসিন্দা জাহিদ হাসান তুষার বলেন, বাতাসে যেন আগুন উড়ছে। প্রচন্ড গরম। গরমের সাথে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে। এই গরমে বাহিরে যেমন বের হওয়া যাচ্ছে না, তেমনই ঘরেও অস্বস্তিতে পড়তে হচ্ছে। গরমের সাথে বাহিরে ধুলাবালিও অনেক বেশি। গরম থেকে প্রশান্তি পেতে দিনে ও রাতে ২/৩ বার গোসল করছি।নগরীর রায়ের মহল এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, একদিকে সিয়াম সাধনার মাস অন্যদিকে তীব্র তাপদাহ। সাথে কর্ম ব্যস্ততা শেষ করে বাসায় ফিরে কোথায় স্বস্তিতে থাকব, সেখানে দিনে ও মধ্যরাতে ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় অস্বস্তিকর অবস্থায় পড়তে হচ্ছে। এই গরমে অসহনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ৯ বছরের মধ্যে আজকে খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে বিভাগের চুয়াডাঙ্গা জেলায়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আর খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস, মোংলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ার কুমারখালী ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এরআগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর ২০২১ সালে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত ৯ বছরের মধ্যে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেনি। ফলে খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। তিনি বলেন, তাপমাত্রা আরও ২/৩ দিন অব্যাহত থাকবে। এরপর কিছুটা কমবে এবং দু-এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওয়েস্টজোন পাওয়ার জেনাীেশন কোম্পানী (ওজোপাডিকোর) চীফ ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান বলেন, গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে আজ সকাল থেকে লোডশেডিং নেই। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছু কিছু স্থানে বিদ্যুৎ বন্ধ থাকছে। তবে শুক্রবার লোডশেডিং ছিল। তবে কি কারণে লোডশেডিং ছিল আমাদের জানা নেই।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা সংবাদদাতা মাগুরায় ট্রাকের ধাক্কায় মো. আব্দুল ওয়াদুদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।...

আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য হচ্ছে ‘ন্যায় কুঞ্জ’

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায় কুঞ্জ’...

বাগেরহাটে অকেজো হয়ে পড়েছে জনস্বাস্থ্য বিভাগের হাত ধোয়ার বেসিন

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট বাগেরহাটে অব্যবহৃত পড়ে আছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ করা ৩৯টি হাত ধোয়ার...