Friday, December 9, 2022
হোম শিক্ষাবুয়েট-ঢাবি-মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন নটর ডেমের ১৪০০ শিক্ষার্থী

বুয়েট-ঢাবি-মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন নটর ডেমের ১৪০০ শিক্ষার্থী

Published on

সাম্প্রতিক সংবাদ

মণিরামপুরে প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণ করলেন এস এম ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক মণিরামপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে...

মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হলেন অধ্যাপক ড. বিশ্বজিৎ

বার্তাকক্ষ জাতীয় মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য...

টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি

বার্তাকক্ষ: ভারত সিরিজে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের সামনে হাতছানি দিচ্ছে ইতিহাস গড়ার। চট্টগ্রামে সিরিজের...

ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে ককটেল হামলা ৫টি উদ্ধার: প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

মহিউদ্দীন, ঝিনাইদহ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। ৪...

বার্তাকক্ষ
২০২১-২২ শিক্ষাবর্ষে রাজধানীর নটর ডেম কলেজ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন এক হাজার ৪০০ জন শিক্ষার্থী।
এর মধ্যে বুয়েটে সুযোগ পেয়েছেন ৪০০ জন, ঢাবিতে ৫০০ এবং মেডিকেলে ৫০০ এর অধিক শিক্ষার্থী।
নটর ডেম কলেজের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুয়েটে ভর্তির জন্য প্রথম ৫০ জনের মধ্যে ২৫ জনই নটর ডেম কলেজের।
এরমধ্যে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা আসীর আনজুম খান নটর ডেম কলেজের শিক্ষার্থী। চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম স্থান পাওয়ারাও নটর ডেমের শিক্ষার্থী।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে প্রথম, দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারকারীরা নটর ডেম কলেজের শিক্ষার্থী। এছাড়া ঢাবির ‘গ’ ইউনিটে প্রথম, অষ্টম ও ‘ঘ’ ইউনিটে মানবিকে প্রথম এবং ‘খ’ ইউনিটে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করা শিক্ষার্থীও নটর ডেমের।
জানতে চাইলে কলেজের একাধিক শিক্ষক জানান, প্রতি বছর এই কলেজ থেকে অনেক শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাচ্ছেন। কতজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন তার সঠিক সংখ্যা জানা নেই। তবে ভর্তি পরীক্ষায় ভালো করা শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে একটা ধারণা নেওয়া হয়।
শিক্ষকরা জানান, এছাড়া আইইউটিতে ভর্তির সুযোগ পাওয়া প্রথম ১০ জনের নয়জনই নটর ডেমের।
কলেজটির অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, আমাদের দিকনির্দেশনা আর শিক্ষার্থীদের প্রচেষ্টায় প্রতি বছর ভালো ফলাফল অর্জন করছে তারা।
তিনি বলেন, ক্লাসে তাদের এমনভাবে পাঠদান করাই যেন কোচিং বা প্রাইভেট পড়তে না হয়। শিক্ষার্থীদের পুরো সিলেবাস একেবারে পড়তে দেই না। পুরো সিলেবাস কয়েকটি ভাগে ভাগ করে সেগুলো পড়ানো হয়। প্রতি সপ্তাহে তাদের দুটি করে ক্লাস টেস্ট হয়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করতে পারে। এভাবেই ভালো ফলাফল করতে পারে তারা।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হলেন অধ্যাপক ড. বিশ্বজিৎ

বার্তাকক্ষ জাতীয় মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য...

একাদশে ভর্তি: ঘণ্টায় ২০ হাজার আবেদন

বার্তাকক্ষ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন কার্যক্রম বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) শুরু হয়েছে। প্রথমদিন সাড়ে ৯...

শূন্যপদ ৬০ হাজারের বেশি যাচাই-বাছাইয়ে আটকা শিক্ষক নিয়োগ, অনিশ্চয়তায় গণবিজ্ঞপ্তি

বার্তাকক্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজারের বেশি। স্কুল পর্যায়ে ৮০ ও কলেজ পর্যায়ে...