আলমগীর হায়দার, শ্যামনগর
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওজায়ের হোসেনের বিরুদ্ধে জুমার নামাজে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে তার অব্যহতির দাবীতে মানববন্ধন করছে ছাত্রজনতা, অভিভাবক ও এলাকাবাসী। শনিবার ২৬ নভেম্বর বিকাল ৪ টায় ফুলতলা মোড়ে মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা করে বলেন, গত শুক্রবার ১৮ নভেম্বর মাদ্রাসার মসজিদে জুমার নামাজে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি এবং মাদ্রাসা ছাত্রদের উগ্রপন্থী রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধকরন ও জনশৃঙ্খলা ভঙ্গের লক্ষ্যে উপস্থিত মুসল্লিদের মধ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে এই অধ্যক্ষ। উক্ত ঘটনার সাথে জড়িত অধ্যক্ষ মাওলানা ওজায়েরুল ইসলামের বিচার ও মাদ্রাসার অধ্যক্ষের পদ থেকে অব্যাহতির দাবী জানানো হয়। মানববন্ধনে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ আল মামুন লিটনের সঞ্চালনায় ও আজিবর রহমান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার,সাবেক ছাত্রনেতা শেখ আব্দুস সালাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সোহাগ, আহসানুল রহমান, শেখ হারুনুর রশিদ প্রমুখ।
আলীয়া মাদ্রাসার অধ্যক্ষের উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তার অব্যহতির দাবীতে শ্যামনগরে মানববন্ধন
Published on
