উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ইউনিয়নের আতিয়ার রহমান (৪৫) নামের এক ইউপি সদস্যর মৃত্যুবরণ করেছেন (ইন্নিলিল্লাহী…রাজেউন)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুম আতিয়ার রহমান উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। চালুয়াহাটি গ্রামের জোব্বার আলী দফাদারের ছেলে তিনি। শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয়ভাবে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
