বার্তাকক্ষ ক্রোম ব্রাউজারের নিরাপত্তা ত্রুটি সমাধানে নতুন আপডেট চালু করেছে গুগল। চলতি বছরের শুরু থেকে আক্রমণকারীরা এ ত্রুটি ব্যবহার করে হামলা চালিয়ে আসছে। এ বছর গুগল এটি নিয়ে আটবারের মতো জিরো ডে ত্রুটি শনাক্ত করল। এক ব্লগপোস্টে দেয়া ঘোষণার মাধ্যমে প্রযুক্তি জায়ান্টটি গুরুত্বপূর্ণ আপডেটটির বিষয়ে জানিয়েছে। গুগল জানায়, এটি গ্রাফিকস প্রসেসিং ইউনিটে (জিপিইউ) হিপ বাফার ওভারফ্লো নামে পরিচিত। সম্প্রতি প্রতিষ্ঠানটির থ্রেট অ্যানালাইসিস গ্রুপের সন্ধান পায়। গ্যাজেটস নাউ
