নিজস্ব প্রতিবেদক, অভয়নগর
দেশব্যাপী নৌ-যান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচির অংশ হিসেবে নওয়াপাড়া নৌ বন্দরেও নৌ-যান শ্রমিকদের কর্মবিরতি ২য় দিনের মত অব্যাহত রয়েছে। গতকাল রোববার থেকে শুরু হওয়া কর্মবিরতি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান রাখতে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে তারা। রোববার সন্ধ্যায় নওয়াপাড়া নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শন শেষে মহাসড়ক সংলগ্ন নৌ-যান শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় বক্তারা দাবি করেন, তাদের ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিছুতেই কর্মবিরতি প্রত্যাহার করবেন না। এদিকে নৌ-যান সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতিতে নওয়াপাড়া নদী বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বন্দর এলাকা ঘুরে দেখা গেছে শত শত কার্গো জাহাজ নোঙর করা রয়েছে। তবে কোন ঘাটেই কার্গো জাহাজ থেকে পন্য লোড-আনলোড হয়নি। ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক ঘাটে হ্যান্ডলিং শ্রমিকদের গল্প করে ও তাস খেলে সময় পার করতে দেখা গেছে। উল্লেখ্য, নৌ-যান শ্রমিকদের মজুরি বৃদ্ধি, চট্টগ্রাম থেকে পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহের চলমান কার্যক্রম বন্ধসহ ১০ দফা দাবিতে দেশব্যাপি কর্মবিরতির ডাক দেয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ। যে কারনে সারা দেশের ন্যায় গতকাল রোববার থেকে যশোরের নওয়াপাড়া নৌ-বন্দরেও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়।