বার্তাকক্ষ:
মেক্সিকো খেলছিলো রক্ষণাত্বক ফুটবল। মেসিরা উপরে উঠতে এলেই শিকার হচ্ছিলেন বাজে ট্যাকলের। ১৮টি ফাউল করেছে মেক্সিকো। তবে কম যায়নি আর্জেন্টিনাও। তারা ১৪ বার ফাউল করেছেন। প্রথমার্ধে আর্জেন্টিনাকে রুখে দিয়েছিল মেক্সিকো। মেক্সিকান ডিফেন্সে বারবার পরাস্ত হয়ে দিশেহারা দেখাচ্ছিল তাদের। মেসিরা বল হারিয়েছেন মাঝ মাঠেও। প্রথমার্ধে আর্জেন্টিনা সবমিলিয়ে শটও ৩টি। আর মেক্সিকোর ৩টি শটের মধ্যে ১টি ছিল অন টার্গেট। ৪৫ মিনিটে ফ্রি কিক পায় মেক্সিকো। দারুণ একটি শট নেন ভেগা। আর্জেন্টাইন দেয়ালকে ফাঁকি দিয়ে বল যাচ্ছিল জালে। গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বল নিজের নিয়ন্ত্রণে রেখে দেন। একটু এদিক সেদিক হলেই গোল পেয়ে যেতো মেক্সিকো।
আর্জেন্টিনা বারবার মেক্সিকান ডিফেন্সে হানা দিতে থাকে। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে আসে দ্বিতীয় গোল। আর্জেন্টিনার এই জয়ে জমে উঠেছে গ্রুপ সির লড়াই। চার দলের সামনেই থাকছে শেষ ষোলোতে ওঠার সুযোগ। ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে পোল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা, সমান পয়েন্ট নিয়ে তিনে সৌদি আরব ও ১ পয়েন্ট নিয়ে চারে মেক্সিকো। আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে যে জিতবে সরাসরি শেষ ষোলোতে। আর সৌদি আরব-মেক্সিকো ম্যাচে যদি সৌদি জিতে তাহলে সরাসরি শেষ ষোলো, আর মেক্সিকো যদি জিতে তাহলে আর্জেন্টিনা-পোল্যান্ডের মধ্যকার ম্যাচের হারা দলের কপাল পুড়তে পারে। মেসিদের সামনে এবার পোলিশ বাঁধা।
