সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার এসিডদগ্ধ সোনালী এবার এসএসসি পরীক্ষায় ৪.৯৬ পয়েন্ট পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। পাটকেলঘাটার কুমিরা পাইলট বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সে। সোনালী সাতক্ষীরা জেলার তালা উপজেলার নকাটি গ্রামের নুর ইসলাম খোদেজা দম্পতির সন্তান।
খোঁজ নিয়ে জানা যায়, সোনালি খাতুনের বয়স এখন ১৯ বছর। মাত্র ১৮ দিন বয়সে মা-বাবার সাথে এসিড আক্রান্ত হয়েছিল ছোট্ট শিশু সোনালী। ২০০২ সালের ১৯ নভেম্বর রাতে মা-বাবার সাথে ঘুমিয়ে থাকা অবস্থায় দূর্বৃত্তরা তাদের উপর এসিড ছুড়ে মারে। এতে মা ও বাবার সাথে শিশু সোনালীর মুখ ও শরীর ঝলসে যায়। জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সোনালী ও তার বাবা-মা এসিড সন্ত্রাসের শিকার হয়। সে দিনের সেই ছোট্ট সোনালী পাটকেলঘাটা থানার কুমিরা পাইলট গার্লস হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সোনালীর বাবা নুর ইসলাম ও মা খোদেজা খাতুন জানান, সোনালী আজ একশনএইড বাংলাদেশ, স্বদেশ ও সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সহযোগিতায় তার পড়ালেখা চালাতে পেরেছে।
