কচুয়া সংবাদদাতা
বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের সোনাকান্দা গ্রামের মোঃ স্বপন মোল্লার কাঠের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২৮ নভেম্বর(সোমবার) রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার দিকে এ ঘটনা ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, স্বপন মোল্লার গরুর ফার্মের কেয়ারটেকারের স্ত্রী মোসাম্মত শেফালী বেগম ফজরের আযানের দিকে ঘুম থেকে উঠে ঘরের বাহির আসলে আগুন দেখতে পায় তখন তার স্বামী মোঃ ইসমাইল মৃধাকে ডাকলে সে ঘুম থেকে উঠে আগুন দেখে ডাক চিৎকার দেয় এবং তার স্ত্রীকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যায়।ততক্ষণে প্রায় ঘরটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। এ সময় মোঃ ইসমাইল মৃধা ঘরের মালিক মোঃ স্বপন মোল্লাকে ঘরের আগুন লাগার বিষয়টি মোবাইল ফোনে জানান।এ সময় স্বপন মোল্লা তার ব্যবসার কাজে ঢাকায় ছিলেন।ঘরে আগুন লাগানোর বিষয়টি জানতে পেয়ে স্বপন মোল্লা মোবাইল ফোনে গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডলের কাছে আইনের সহায়তা চায়।ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য মঙ্গলবার সকালে গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল ও এসআই আজহার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় উপস্থিত থাকা ইউপি সদস্য মোঃএবাদুল হক পুলিশকে জানান পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।কারন হিসাবে তিনি উল্লেখ করেন ঘটনার আনুমানিক ১৪ থেকে ১৫ দিন আগে দুর্বৃত্তরা তার পুরে যাওয়া ঘরটি একবার ভেঙ্গে দেয়।এরপর ঘরটি মেরামত করা হয় ।পরবর্তীতে আবার একি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে তার আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধরনা করছে।
