বার্তাকক্ষ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৫০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।মঙ্গলবার (২৯ নভেম্বর) পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন করা হয়।বদলীকৃতদের মধ্যে ১৬ জন সহকারী পুলিশ সুপারকে পুলিশের এলিট ফোর্স র্যাবে বদলি করা হয়েছে। আর ১৫ জন সহকারী পুলিশ সুপারকে র্যাব থেকে পুলিশের বিভিন্ন ইউনিটিতে বদলি করা হয়েছে।
