রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘালিয়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই ইউনিয়নের মহিলা সদস্য কোহিনুর বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন ১৯৮ টি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড অনিয়মতান্ত্রিক ভাবে বন্টন করছেন। চেয়ারম্যান তার নিজ গ্রামে শতাধিক কার্ড দিয়েছেন এবং বিভিন্ন ওয়ার্ডে যে সকল গরীব লোকজন কার্ড পাওয়ার যোগ্য তাদের না দিয়ে চেয়ারম্যান দলীয় লোকজনের মধ্যে কার্ড বিতরণ করেছে। এ ব্যাপারে ওই ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য কোহিনুর বেগম লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর অনিয়মের প্রতিকার চেয়ে আবেদন করেছেন। দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের সাহেব খান জানান, চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন তার খেয়াল খুশিমত নিজেস্ব লোকজনের মধ্যে কার্ড বিতরণ করেন।এ ব্যাপারে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের বলেন, কার্ড নিয়ে কোন অনিয়ম হয়নি, আমি গরীর মানুষের মাঝে কার্ড বিতরণ করেছি। লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আজগার আলী বলেন,অবিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
