বার্তাকক্ষ:
মরক্কোর কাছে পেনাল্টি শুটআউটে হেরে শেষ ষোলোতেই কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্পেন। লুইস এনরিকের অধীনে তরুণ স্পেন এবার বড় কিছুর স্বপ্ন দেখায়। কিন্তু ব্যর্থ তারা। আগেভাগে ছিটকে যাওয়ায় শেষ হয়েছে এনরিকের সঙ্গে স্পেনের সম্পর্কও। স্পেনের ফুটবল সংস্থা আরএফইএফ বিদায় বলে দিয়েছে এনরিকেকে। বিশ্বকাপে কোস্টারিয়ার জালে সাতবার বল পাঠিয়ে বিশ্বজয়ের প্রত্যাশা জাগায়। তবে জার্মানির সঙ্গে ড্র ও জাপানের কাছে হেরে টেনেটুনে শেষ ষোলোতে উঠে মরক্কোর কাছে দুর্ভাগ্যজনক পরিণতি। যার খেসারত দিতে হলো এনরিকেকে চাকরি হারিয়ে। নতুন কোচ হয়েছেন অনূর্ধ্ব-২১ দলের লুইস দে লা ফুয়েন্তে। বিদায়ের পর ভক্ত ও খেলোয়াড়দের উদ্দেশ্যে টুইটারে আবেগঘন পোস্ট দেন এনরিকে। ভক্ত ও খেলোয়াড়দের ধন্যবাদ জানানোর পাশাপাশি নতুন কোচকে সমর্থন দেওয়ার অনুরোধ জানালেন এনরিকে, ‘আমার ও স্টাফদের সবার পক্ষ থেকে: এটা শুরু হয়েছিল চার বছর আগে। কত তাড়াতাড়ি সময় চলে যায়। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যারা (প্রেসিডেন্ট রুবিয়ালেস ও স্পোর্টস ডিরেক্টর মলিনা) আমাকে দুবার চুক্তি করেছিল। আরএফইএফের সব কর্মী, যাদের সঙ্গে সব ধরনের অভিজ্ঞতা ভাগাভাগি করতাম।’ অবশ্যই, সব খেলোয়াড়দের যাদের আচরণ ছিল অনুকরণীয় এবং যে পরিকল্পনা উত্থাপিত হয়েছিল তাতে বিশ্বাস রাখার জন্য। আমি দুঃখিত যে আর সাহায্য করতে পারলাম না। সহকারীদেরও, যারা খেলোয়াড় ও স্টাফদের সকল প্রয়োজনীতা পূরণে নিরলস সহায়তা করেছেন।’ ‘এর অংশ হতে পারা ছিল খুবই বিশেষ। সব শেষে ভক্তদের, যারা সবসময় আমাদের একইভাবে সমর্থন করে গেছেন। এখন বিদায় বলার সময়। তবে একটা কথা… দলের যেটা দরকার সেটা হলো সমর্থন যেন লুইস দে লা ফুয়েন্তে তার লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে। এগিয়ে চলো স্পেন, সবসময় সঙ্গে আছি। ধন্যবাদ।’
