বার্তাকক্ষ:
ভারতকে ৫ রানে হারিয়ে ৩২তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। দেশের মাটিতে এটি বাংলাদেশের ২৪তম সিরিজ জয়। দেশের বাইরে সিরিজ জিতেছে ৮টি। এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ। মিরপুরে দুটি ম্যাচেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দুটি ম্যাচেই বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনে মিলে মিরাজ একাকার। তাতে পুড়েছে ভারত। মিরপুরে বুধবার দ্বিতীয় ওয়ানডে মিরাজের সেঞ্চুরিতে জিতেছে বাংলাদেশ। তবে শেষ দিকে মোস্তাফিজের দ্যুতিময় বোলিংয়ে রোহিত শর্মাকে থামিয়ে বাংলাদেশ ৫ রানে জিতে নেয় ম্যাচ। ভারতের বিপক্ষে এর আগে চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজ জিতেছে কেবল ২০১৫ সালে। সেবার মিরপুরে শুরুর দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে মাশরাফির দল। শেষ ম্যাচে ভারত জিতে হোয়াইটওয়াশ এড়ায়। এর আগে ২০০৪, ২০০৭ ও ২০১৪ সালে ভারত জিতে নেয় সিরিজ।
২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-২ ব্যবধানে জিতে নেয়। এরপর সাফল্যের খাতায় একে একে নতুন সিরিজ জয় যুক্ত হয়। বাংলাদেশ দেশের বাইরে প্রথম সিরিজ জিতে নেয় ২০০৬ সালে। কেনিয়াকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় হাবিবুল বাশারের দল। বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ জেতে চলতি বছর জুলাইয়ে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের হারায় ৩-০ ব্যবধানে।
