নিজস্ব প্রতিবেদক
মণিরামপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী।
এসময় তিনি বলেন, এই শীতবস্ত্র জননেত্রী শেখ হাসিনার পক্ষে আপনাদের জন্য উপহার হিসেবে এনেছি। শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই জননেত্রীর জন্য দোয়া করবেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, রফিকুল ইসলাম বুলু, রোহিতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য শিল্পী হোসেন প্রমুখ।
