বার্তাকক্ষ:
চট্টগ্রামের বিমানে চেপে ফেসবুকে বার্তা দিয়ে রাখলেন লিটন দাস, ‘মিশন শেষ করতে আরেক ধাপ যেতে হবে। চলো কাজটা করে দেখাই।’ অধিনায়ক লিটনের এমন বার্তা এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেলেছেন সতীর্থরা। প্রথমবার অধিনায়কত্ব করতে নেমে ভারতের মতো দলের বিপক্ষে টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করেছেন। হোয়াইটওয়াশ করলে ইতিহাসের অক্ষয় কালিতে লেখা হয়ে যাবে তার নাম। কেন হাতছাড়া করবেন এমন সুযোগ? তাই তো জয় দিয়েই মিশন শেষ করতে চান সাহসী লিটন। এই সিরিজে লিটনের ব্যাট কথা বলেনি। তবে তিনি মুগ্ধ করেছেন তার অধিনায়কত্বে। চাপে পড়া ভারত যখনই প্রতিরোধের চেষ্টা করছে, লিটন বোলিংয়ে পরিবর্তন এনে নতুন কিছু করতে চেয়েছেন। ফলও মিলেছে। বোলারদের সঙ্গে বারবার কথা বলা, ফিল্ডিং সাজানো থেকে দলকে অনুপ্রাণিত করা সব কিছুতেই তাকে দেখা গেছে ভীষণ সম্পৃক্ত। তামিমের অনুপস্থিতিতে লিটন পারবেন কি না তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু লিটন ঠিকই মাঠে নিজেকে প্রমাণ করেছেন।
