কপিলমুনি প্রতিনিধি
পাইকগাছার কপিলমুনিতে ভুল চিকিৎসায় এক গবাদিপশু (গরুর) মৃত্যু হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪ টার দিকে উপজেলার কাশিমনগরের নিভৃত জেলে পল্লীতে । অভিযোগে জানানো হয়, উপজেলার কপিলমুনির কাশিমনগর জেলে পল্লীর জয়দেব হালদারের বাড়িতে পালিত ফ্রিজিয়ান জাতের একটি প্রেগনেন্ট গরু আকষ্মিক খাওয়া বন্ধ করলে রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে স্থানীয় কথিত পশু চিকিৎসক রমেশ বিশ্বাসকে জানালে তিনি বিস্তারিত শুনে এন্টিবায়িটিক স্ট্রেপসিন-জি সহ ব্যাগ থেকে আরো দু’টি ইনজেকশন বের করে গরুটিকে পুশ করেন। এরপর গরুর অবস্থা আরো বেগতিক হলে স্থানীয় অপর পশু চিকিৎসক আব্দুল ওহাবকে ডাকা হয়। তিনি রমেশের পুশ করা ইনজেকশন এ্যাম্পুল দেখে তিনি তালা থেকে অপর পশু সার্জনকে ডেকে নেন। তারা চিকিৎসা দিলেও শেষ রক্ষা হয়নি। গরুটির আনুমানিক মূল দেড় লক্ষাধিক টাকা। তারা জানান, রমেশ মূলত গরুর রোগের বিপরীত ট্রিটমেন্ট করেছে। ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এব্যাপারে কথিত আনাড়ি পশু চিকিৎসক কাশিমনগর গ্রামের রমেশ কুমার বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি গরু প্রেগনেন্ট হলেও তার জ্বরসহ অন্যান্য রোগের কারণে এন্টিবায়েটিক প্রয়োগের কথা স্বীকার করে বলেন, মূলত তিনি সঠিক চিকিৎসা করেছিলেন। সূত্র জানায়, এর আগেও বিভিন্ন স্থানে রমেশের অপচিকিৎসার কারণে একাধিক গবাদিপশুর মৃত্যু হয়েছে। এব্যাপারে ভুক্তভোগী পরিবারের পাশাপাশি সচেতন এলাকাবাসী রমেশের চিকিৎসা কার্যক্রম বন্ধের পাশাপাশি ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
