বার্তাকক্ষ বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার বজায় রেখে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার (১০ ডিসেম্বর) সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়ার সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ধ্বংসাত্মক শক্তির প্ররোচনায় কোনও কোনও রাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যে ধরনের মন্তব্য করছেন, তা দৃষ্টিকটু। আমরা বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার বজায় রেখে তাদের দায়িত্ব পালনে আহ্বান জানাচ্ছি। সম্প্রতি রাজনৈতিক সভা-সমাবেশের নামে দেশব্যাপী একটি মহলের নৈরাজ্য ও ধ্বংসাত্মক তৎপরতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্বিগ্ন এবং বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।’
বিবৃতিতে সব পক্ষকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম ও সহনশীলতা বজায় রেখে সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও রাষ্ট্রীয় সম্পত্তি সুরক্ষার আহ্বান জানানো হয়।
