মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
শুক্রবার রাতে কোটচাঁদপুর মডেল থানা সংলগ্ন বড় মসজিদ এলাকার একটি মার্কেটে ৩টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা আয়ান ষ্টোর নামে একটি মুদি দোকানের শার্টার ভেঙ্গে নগদ ৪৬ হাজার টাকা, সিগারেট ও এটিএম কার্ড নিয়ে যায়। একই ভাবে খোন্দকার মনিরুল ইসলামের চালের দোকান থেকে ২০ হাজার টাকা, ৯ বস্তা চাল ও ১টি জ্যাকেট নিয়ে গেছে। ঔষধের দোকান রাসেল ফার্মেসী থেকে নগদ ৯৭ হাজার টাকা ও ঔষধ চুরি হয়। খবর পেয়ে কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি তদন্ত বলছেন বড় একটি এলাকা অথচ কোন দোকানে সিসি ক্যামেরা নেই। নাইট গার্ডও মাত্র ১ জন। তারপরও চুরির কোন ক্লু পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে থানায় মামলা হয়েছে। এদিকে গত ১লা ডিসেম্বর ভোর ৫ টার দিকে পৌর এলাকার ফুলবাড়ি রেল ক্রসিংয়ের অদূরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা রাস্তার দু’পাশে দড়ি বেঁধে ব্যাটারী চালিত ভ্যানের গতিরোধ করে আসাদুজ্জামান (আসাদ) এর কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা ও ১টি স্মার্টফোন ছিনিয়ে নিয়েছে। এসময় ছিনতাইকারীরা তার স্ত্রী কাকলী খাতুনের কাছ থেকে ১টি স্বর্ণের চেইন ও ৩টি আংটি নিয়ে নেয়। উল্লেখ্য আসাদুজ্জামান নৈশ কোচ থেকে নেমে স্ত্রীকে নিয়ে শশুর বাড়ী মোহনপুর যাওয়ার পথে এঘটনা ঘটে।
