বার্তাকক্ষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনের সড়কে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের বাসা ফিরোজার সামনের সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিন দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানান।খালেদা জিয়ার বাসার সামনের সড়কে ডিবি সদস্যদের উপস্থিতি খালেদা জিয়ার বাসার সামনের সড়কে ডিবি সদস্যদের উপস্থিতি
শামসুদ্দিন দিদার বলেন, ‘শনিবার সকাল থেকেই বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাসার কাছাকাছি স্থানে অতিরিক্ত ডিবি পুলিশও অবস্থান করছে।’
এরআগে গত শনিবার (৩ ডিসেম্বর) বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সড়কের দুই পাশেই চেকপোস্ট বসানো হয়েছিল।
