বার্তাকক্ষ নির্মাতা দীপংকর দীপন পরিচালিত সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাবে। ১২ই ডিসেম্বর রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ছবিটির মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে পরিচালক দীপংকর দীপন বিষয়টি নিশ্চিত করেন। এ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।