বার্তাকক্ষ আউটলুক ব্যবহারকারীদের আরো উন্নত অভিজ্ঞতা প্রদানে নতুন আপডেট যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। এর অংশ হিসেবে আউটলুকে টিমসের চ্যাটিং সুবিধা চালু করবে প্রতিষ্ঠানটি। খবর টেকরাডার।
ভিডিও কনফারেন্সিং অ্যাপটিতে নতুন এ ফিচার যুক্ত হলে ব্যবহারকারীরা ই-মেইলে ক্লায়েন্টের মধ্যেই মিটিংয়ের মতো কথোপকথনে যুক্ত হতে পারবে। আউটলুক মিটিংস ফিচার অংশগ্রহণকারীদের আলাদাভাবে মাইক্রোসফট টিমস চালু করা ছাড়াই দ্রুত মেসেজ পাঠানো বা কোনো কথোপকথন যাচাই করার সুবিধা দেবে। অর্থাৎ পরিষেবাগুলো পাওয়ার জন্য ব্যবহারকারীদের অ্যাপ পরিবর্তন করতে হবে না।
মাইক্রোসফট ৩৬৫ রোডম্যাপে আনুষ্ঠানিকভাবে প্রবেশের মাধ্যমে এটি অংশগ্রহণকারীদের আউটলুকে মিটিংয়ে যুক্ত হওয়ার সুযোগ দেবে। তবে ফিচারটি কীভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। যাদের আউটলুকে আগে থেকে টিমসের অ্যাড-ইন যুক্ত করা আছে সেখানে দুটি অ্যাপ ইনস্টল করার পর তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। ফলে ব্যবহারকারীরা সহজে মেসেজ পাঠাতে পারে।
বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের আশা, ২০২৩ সালের মার্চে এটি ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে। চালুর পর আউটলুক ওয়েবের সব ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত থাকবে। প্রতিষ্ঠানটি মাইক্রোসফট টিমস ও আউটলুককে নিয়ে কাজ করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি আরো একটি ফিচার চালুর ঘোষণা দিয়েছে, যেখানে ব্যবহারকারীরা টিমসের জন্য নির্মিত অ্যাপগুলো আউটলুকে ব্যবহার করতে পারবে।
