বার্তাকক্ষ ব্রাজিলের সঙ্গে ১২০ মিনিটের খেলা শেষে ট্রাইবেকারে জিতেছিল ক্রোয়েশিয়া। সেমিতে আর্জেন্টিনাকে হারাতে পারলেই পৌঁছে যাবে শিরোপার শেষ ধাপে। কিন্তু তা আর হলো না। ৩-০ গোলের বড় ব্যবধানের হার মেনে নিতে হলো দলটিকে। আর তাতে মন ভেঙেছে ক্রোয়েশিয়ান মডেল ইভানার, যিনি এবার বিশ্বকাপে শুরু থেকেই গ্যালারিতে নজর কেড়েছিলেন। খোলামেলা পোশাকে গ্যালারিতে তার উপস্থিতি বার বার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নিজ দেশ ক্রোয়েশিয়ার জয়ের প্রতি আস্থা রেখে বলেছিলেন জয় হলেই নগ্ন হয়ে হাঁটবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বরঞ্চ মন ভেঙে গেছে ইভানার। কাতার বিশ্বকাপের এবারের আসরে খোলামেলা পোশাকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল কাতার।
কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞার সমালোচনা করেন তিনি। বিশ্বকাপ শুরুর পর অবশ্য নিষেধাজ্ঞা শিথিল রয়েছে। সমালোচনা করলেও এখন পর্যন্ত নিয়মের বেড়াজালে আটকাতে হয়নি এই মডেলকে। গতবছর যেখানে মাঠে উপস্থিত হয়ে উৎসাহ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সেখানে এবারের আসরে ঐ কাজটি করেছেন এই মডেল। খেলা শুরুর আগে ইভানা ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। ভিডিওটি’র শেষ অংশে লেখা ছিল- ক্রোয়াশিয়া জিতবে শিওর। ক্যাপশনে লিখেছিলেন- আর্জেন্টিনা ও ক্রোয়াশিয়ার সেমিফাইনালে আমার ভবিষ্যদ্বাণী।
