বার্তাকক্ষ অপো সম্প্রতি বাজারে নিয়ে এসেছে এ১৭কে মডেলের আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ একটি ফোন। ফোনটিতে ৭জিবি পর্যন্ত র্যাম বৃদ্ধির সুবিধা পাওয়া যাবে। এছাড়া থাকছে ৬৪জিবি রমের মেগা স্টোরেজ, আইপিএক্স-৮ পানি প্রতিরোধক প্রযুক্তি। দেশের বিভিন্ন অপো স্টোরে পাওয়া যাচ্ছে ১২ হাজার ৯৯০ টাকায়।
অপো এ১৭কে মডেলটি এ সিরিজের একমাত্র ডিভাইস, যাতে পানি প্রতিরোধক প্রযুক্তি ব্যবহূত হয়েছে। র্যাম বৃদ্ধির সুযোগ এবং মেগা স্টোরেজ থাকার ফলে এ১৭কে ব্যবহারকারীদের স্টোরেজ, পারফরম্যান্স ও পানি প্রবেশের বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে না।
প্রতিষ্ঠানটির বিবৃতিতে জানানো হয়েছে, ডিভাইসটিতে ৩জিবি র্যাম থাকবে, যা অতিরিক্ত ৪জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এর ফলে ব্যবহারকারীরা ভারী অ্যাপগুলো সুপারফাস্ট গতিতে ব্যবহার করতে পারবেন। ডিভাইসটির সামনে ৫ ও পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
এছাড়া ডিভাইসটিতে ৬ দশমিক ৫৬ ইঞ্চি এইচডি কালার রিচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির পুরুত্ব ৮ দশমিক ৩ মিমি এবং ওজন ১৮৯ গ্রাম। প্রসেসর হিসেবে ব্যবহূত হয়েছে ২ দশমিক ৩ গিগাহার্টজ অক্টা-কোর হেলিও জি৩৫ প্রসেসর। আর পাওয়ার ব্যাকাপের জন্য থাকছে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি। অ্যান্ড্রয়েড ১২ ভার্সনের অসাধারণ ফিচারসহ কালারওএস ১২ দশমিক ১ ব্যবহারকারীদের ডিভাইস ব্যবহারের স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা প্রদান করবে।
