বার্তাকক্ষ পর্নোকাণ্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রার আগাম জামিন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট। একই মামলায় শার্লিন চোপড়া, পুনম পাণ্ডেদেরও অগ্রিম জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। তদন্তে সহযোগিতা করতে হবে প্রত্যেককে, এই শর্তেই আগাম এই জামিন দেয়া হয়েছে বলে খবর। আর তাতে স্বস্তিতে এখন রাজ কুন্দ্রা ও তার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেঠি।