নিজস্ব প্রতিবেদক:
যশোরের লেবুতলা ইউনিয়নে মহান বিজয় দিবসে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেন, যুবলীগ নেতা তারিকুজ্জামান রিপন, ইউপি সদস্য জহুরুল ইসলাম, খায়রুল ইসলাম, সবেদ আলী, ওয়াদুদ হোসেন, মাহাবুব হোসেন, জাকির হোসেন, ইউনুস হোসেন, রোকন হোসেন, ছাক্কার হোসেন, মুক্তা খাতুন, রহিমা খাতুন ও রাশেদা ইয়াসমিন হাসি। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৩২ জন শিক্ষার্থী ও অভিভাবকদের ক্রেস্ট, সদনপত্র ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
