নিজস্ব প্রতিবেদক:
যশোরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে শহরের টাউনহল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য। বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম ও বীর মুক্তিযোদ্ধা মুজাহারুল ইসলাম মন্টু। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। মুক্তিযোদ্ধাদের উন্নয়নে আওয়ামী লীগের সর্বোচ্চ অবদান রয়েছে। আগামীতে দেশ ও জাতির স্বার্থে মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়ার বিকল্প নেই। যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সব সময় পাশে থাকেন, খোঁজ-খবর নেন। মুক্তিযোদ্ধার ভাগ্যের চাকা পরিবর্তন করেছেন। উপযুক্ত সম্মান দিয়েছেন। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে মুক্তিযোদ্ধা সর্বোচ্চ অবহেলিত থাকতেন। তাই আগামীতে জাতীয় স্বার্থে শেখ হাসিনার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।
