রাসেল আহমেদ, শালিখা:
মাগুরার শালিখা উপজেলা প্রশাসন কতৃক মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে শহীদ বেদিতে পু®পমাল্য অর্পন, পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা। প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড. মোঃ কামাল হোসেন, সহকারি কমিশনার(ভূমি) উম্মে তাহমিনা মিতু, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।