ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে এক প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার চন্ডিপুর গ্রামে এ মানববন্ধন করেছে ভুক্তেভোগী পরিবার ও গ্রামবাসী। মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য মীর কামরুজ্জামানসহ ভুক্তোভোগী আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি গ্রামের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর আগে সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলেন, বাড়ি করার জন্য সামাদ নামে এক ব্যক্তির কাছ থেকে ২শতক জমি ক্রয়ের জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করে ভুমিহীন আনোয়ার হোসেন। সামাদ দীর্ঘ ১ বছরেও জমি রেজিষ্ট্রি না করে ক্ষমতা দেখিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এই প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে মানববন্ধন কর্মসূচি থেকে।