খুলনা প্রতিনিধি
খুলনায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগীটি উদ্ধার করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা রেলওয়ের উদ্ধারকর্মীদের চেষ্টায় বগীটির উদ্ধার কাজ শেষ হয়। ফলে সোয়া ২ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুপুর সোয়া ২ টার দিকে দৌলতপুর জংশনের ৮১ নাম্বার গেট এালাকায় সৈয়দপুরের শান্তাহার থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটির গার্ড বগী লাইনচ্যুত হয়। দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, দৌলতপুর থেকে খুলনার দিকে একটি তেলবাহী ট্রেন আসছিল। দুপুর সোয়া ২টার দিকে খুলনা বিজিবি ক্যাম্পের রেললাইনের তেলবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। এরপর খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ের উদ্ধারকর্মীরা সোয়া ২ ঘন্টা চেষ্টা চালিয়ে বগীটি উদ্ধার করে। বিকেল সাড়ে ৪টার দিকে বগীটি খুলনার দিকে নেওয়া হয়। এরপর রেল চলাচল স্বাভাবিক হয়। দৌলতপুর রেল স্টেশন মাস্টার আব্দুল ওহাব বিশ্বাস বলেন, সৈয়দপুরের শান্তাহার থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হওয়ার পর দুপুর ৩ টার দিকে উদ্ধারের কাজ শুরু হয়। বিকেল সাড়ে ৪ টার দিকে রেলওয়ের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শেষ করে।
খুলনায় লাইনচ্যুত বগী উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
Published on
