বার্তাকক্ষ ,, আগের ৫ আসরে খেললেও শিরোপা জিততে পারেননি মেহেদী হাসান মিরাজ। এবার ‘ফরচুন বরিশাল’-এ নাম লিখিয়ে শিরোপা জিততে মুখিয়ে আছেন তিনি। রবিবার (১ জানুয়ারি) অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তেমনটাই জানিয়েছেন অফস্পিনিং এই অলরাউন্ডার।
কাগজে-কলমে শক্তিশালী দল গড়েছে বরিশাল। দলটির নেতৃত্বে রয়েছেন সাকিব আল হাসান। দেশি-বিদেশি মিলিয়ে দারুণ কিছু খেলোয়াড় আছেন দলটিতে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহ, এনামুল, কামরুল ইসলাম, খালেদ আহমেদ, সানজামুল হক, মেহেদী হামান মিরাজ অন্যতম। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মোহাম্মদ ওয়াসিম, ব্যাটিং দানব ক্রিস গেইল, নাবিন উল হক, উসমান কাদির, কুশল পেরেরা, রহমানউল্লাহ গুরবাজ, রাকিম কর্নওয়াল, চতুরাঙা ডি সিলভা, করিম জানাতের মতো ক্রিকেটার।
তারকা ভরপুর দলটি স্বপ্ন দেখছে শিরোপার। ৬ জানুয়ারি মিরপুরে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আগের পাঁচ আসরে অংশ নেওয়া মিরাজের এখনও সৌভাগ্য হয়নি ঘরোয়া জমজমাট টি-টোয়েন্টি আসরের শিরোপা উঁচিয়ে ধরার। এবার অতৃপ্তি ঘোচাতে চান মিরাজ।
মিরপুরে অনুশীলন শেষে মিরাজ বলেন, ‘আমাদের দলটা ভালো হয়েছে। সাকিব ভাই আছেন, শেষ বছরেও খেলেছিলেন, রিয়াদ ভাই আছেন, আমি আছি। ইবাদত আছে, খালেদ আছে। জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন। অবশ্যই আশা রাখছি, আমরা চ্যাম্পিয়ন হবো। কারণ, আমি বিপিএলে ছয় বার খেলবো এবার দিয়ে। দুই বার ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। চ্যাম্পিয়নের স্বাদ নিতে পারিনি। কিন্তু এবার ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো।’
