বার্তাকক্ষ:
ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান রিশাভ পান্তের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে দেরাদুন হাসপাতালের ব্যক্তিগত ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে আপাতত তাকে সেখানেই রাখা হবে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালক শ্যাম শর্মা স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, ২৫ বছর বয়সী ক্রিকেট সুস্থ হয়ে উঠছেন। গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে বাড়ি ফেরার পথে উত্তরখন্ডের রুকরিতে গাড়ি দুর্ঘটনার শিকার হন পান্ত। শ্যাম বলেন, ‘রিশাভ পান্তকে সংক্রমণের ঝুঁকি এড়াতে ব্যক্তিগত রুমে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় তাকে ব্যক্তিগত ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে সংক্রমণের কোনও শঙ্কা নেই।’ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া পান্তের লিগামেন্ট চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বোর্ড জানায়, পান্তের কপালে দুটি জায়গায় কেটে গেছে, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং কব্জি, গোড়ালি, পায়ের পাতাতেও আঘাত পেয়েছেন। জানা গেছে, দুর্ঘটনার সময় পান্ত নিজেই গাড়ি চালাচ্ছিলেন। একটা সময় ঘুমিয়ে পড়তে গিয়ে দুর্ঘটনায় পড়েন। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়, রাস্তায় গর্ত এড়াতে গিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে পান্তের মার্সিডিজের।
