বার্তাকক্ষ ,, গাড়ির ব্যাক সিটে বসে আছেন তিনি। কাচের ওপারে ঝলমলে দুবাই। সামনে অনুশকা শর্মা বসে রয়েছেন মাথা সামান্য হেলিয়ে। ধবধবে সাদা প্যান্টের উপর ফিনফিনে করসেটের মতো একটি ব্রালেট তার পরনে। গলার কাছে ঝিলিক দিচ্ছে সরু হীরের নেকলেস। ইদানীং এমন পোশাকে ক্যামেরার সামনে খুব কমই ধরা দেন বিরাট কোহলির পত্নী। তবে বর্ষবরণের রাতে অন্য মেজাজে দেখা গেল তাকে। ইনস্টাগ্রামে সেই ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, ছবি তুলেছেন ‘হাবস্টার’ যার অর্থ ‘তারকা স্বামী’।