নিজস্ব প্রতিবেদক
যশোরে ইশা আন্দোলনের ছাত্র নেতা এরফান ফারাজী হত্যা মামলায় ডিবি পুলিশ মুক্তিযোদ্ধা মঞ্চ পরিষদের যশোর জেলা শাখার সভাপতি আব্দুল কাদেরকে আটক করেছে।এই হত্যা মামলার প্রধান আসামী সে। গত ২২ শে জানুৃয়ারী বিকালে আব্দুল কাদের, তৌহিদুল সহ ৫/৬ জন এরফান ফারাজীর চায়ের দোকানে চড়াও হয়ে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পর থেকে সে পলাতক ছিলো।সোমবার রাত আড়াইটার সময় তৌহিদুলের তথ্য দেয়া অনুযায়ী কাদেরকে শহরের রায়পাড়া থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।আটকের পর কাদের জানিয়েছে এরফান পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ার পাশ করে বেকার ছিল।তাকে চাকরি দেবার জন্য কাদের এরফানের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নেয়।এই টাকা ফেরত চাওয়ায় কাদের ও এরফানের মধ্যে কথাকাটা কাটির জের ধরেই এরফানকে হত্যা করেআটকের পর কাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।#
