বার্তাকক্ষ ,, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি আবারও আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে চলেছেন।দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে যোগ দেবেন গাঙ্গুলি। বিশেষ সূত্রের বরাতে এই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। গত বছরের অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়ান সৌরভ। ২০১৯ সালেও দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব পালন করেছেন সৌরভ গাঙ্গুলি।
