বার্তাকক্ষ ,, তরুণদের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশের বাজারে নোট সিরিজে নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে ইনফিনিক্স। নতুন সিরিজের স্মার্টফোনে আধুনিক ও শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হতে পারে। যা অতুলনীয় কম্পিউটিং আর্কিটেকচার, পারফরম্যান্স, শক্তি দক্ষতা প্রদানে সক্ষম হবে।
হাই-লেভেল র্যাম ক্যাপাসিটি সম্পন্ন হ্যান্ডসেটটি স্পিডস্টারদের ল্যাগ-মুক্তভাবে ফোন ব্যবহার করার সুযোগ দেবে। ক্যামেরা পাগলদের জন্য সিরিজের ফোনে থাকতে পারে মেগা-সাইজড আপডেটেড ক্যামেরা ইউনিট। যা ব্যবহারকারীকে দেবে ছবি তোলার দারুণ অভিজ্ঞতা দেবে। ডিভাইসের উন্নত পারফরম্যান্স ব্যবহারকারীদের সৃজনশীলতাকে সামনে নিয়ে আসবে।
অ্যামোলেড বিগ স্ক্রিনের পাশাপাশি এতে সুপার চার্জ প্রযুক্তিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে খুব দ্রুত সময়ে স্মার্টফোন চার্জ করা সম্ভব হবে। সবকিছুই পাওয়া যাবে সাশ্রয়ীমূল্যে। খুব শিগগিরই স্মার্টফোন বাজারজাত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে।
