নিজস্ব প্রতিবেদক
আজ ৩ জানুয়ারি (মঙ্গলবার ) সকাল ১০ তাই ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রূপণ কুমার সরকার পুরস্কার গ্রহণ করেন। এবারের পুলিশ সপ্তাহে গত ২০২২ সালের পদক প্রদান করা হয়। যশোর জেলা থেকে ২০২২ সালের গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ডিবির ওসি রুপণ কুমার সরকার, পিপিএম পেয়েছেন।
