বার্তাকক্ষ ,, সৃজিত মুখার্জি কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক তৈরি করতে চলেছেন। আর সিনেমাটিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ঋভা মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। অর্থাৎ চঞ্চলের স্ত্রী হচ্ছেন মনামী। চেহারার দিক থেকে সাদৃশ্য থাকায় গীতা সেনের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পান তিনি।