বার্তাকক্ষ ,, বছরের প্রথম দিনই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। একটি ফেসবুক পোস্টে এ অভিনেত্রী লিখেন, এ বছরটা শুধুই অভিনয় করতে চাই। অন্য এনগেজমেন্ট পুরোপুরি বন্ধ। অবাক কাণ্ড- ২০২৩ এর প্রথম দিনেই নতুন সিনেমার প্রস্তাব এলো, ফাইনালও হলো! বিস্তারিত পরে বলবো। প্রচণ্ড ডিপ্রেসড ২০২২ শেষ, আমার কোনো সিনেমা রিলিজ হলো না! এবার নিজেকে নতুন করে গড়ে তোলার মিশন।