বার্তাকক্ষ ,, ব্যাটিংটা যেন ভুলেই গিয়েছিলেন সৌম্য সরকার। বিপিএলে আগের ৭ ইনিংসে পাঁচবারই দশের নিচে আউট হয়েছেন টপঅর্ডার এই ব্যাটার। এর মধ্যে আবার আছে দুটি শূন্য। যে দুই ইনিংসে দশের বেশি করেছেন, সেই দুটি ১৬ রান করে।
অবশেষে সৌম্যর ব্যাটে দেখা গেলো রান। অফফর্ম কাটিয়ে হাফসেঞ্চুরি উপহার দিলেন। কিন্তু তার দল ঢাকা ডমিনেটর্স ধুঁকলো ঠিকই। খুলনা টাইগার্সের বিপক্ষে ১৯.৪ ওভারে ১০৮ রানেই গুটিয়ে গেছে নাসির হোসেনের দল।
এক সৌম্য ছাড়া কেউই বলার মতো কিছু করতে পারেননি। প্রথম সাত ব্যাটারের মধ্যে সৌম্যই একমাত্র দুই অংক ছুঁয়েছেন। ৪৫ বলে ৬ চার আর ২ ছক্কায় সৌম্যর উইলো থেকে বেরিয়ে আসে ৫৭ রানের ইনিংস।
ঢাকার এই ধ্বংসযজ্ঞ ঘটানোর নায়ক নাহিদুল ইসলাম। খুলনা টাইগার্সের এই অফস্পিনার ৪ ওভারে মাত্র ৬ রান খরচায় একাই নেন ৪ উইকেট। আরেক স্পিনার নাসুম আহমেদ ১১ রানে নেন ৩টি উইকেট।
