নিজস্ব প্রতিবেদক, অভয়নগর
অভয়নগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাসের দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, সাবেক সদস্য লায়লা খাতুন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাপ্পি, মোল্যা আনোয়ার হোসেন, জহিরুল হক লিখন, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, রোকেয়া বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামাল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী ইসলাম রাজন, সাধারণ সম্পাদক খন্দকার ইমরান হোসেনসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন, মুফতি হেলাল উদ্দিন।
অভয়নগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
Published on
