প্রতিদিনের ডেস্ক
নতুন বছরের পরিকল্পনা নিচ্ছেন সর্বস্তরের মানুষ। এর থেকে বাদ যাচ্ছেন না তারকারাও। ঢালিউড চিত্রনায়িকা পূজা চেরি ২০২৪ সালের পরিকল্পনা নিয়ে বলেন, বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই। সিনেমা নিয়েই থাকতে হবে। এ বছর আমার বেশকিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো নিয়ে থাকবো। পাশাপাশি যুক্ত হবো নতুন কিছু ভালো কাজে। আপাতত চাইছি নির্বাচনটা ভালোয় ভালোয় হয়ে যাক। এরপরই নতুন কিছু কাজের খবর পাবেন।