প্রতিদিনের ডেস্ক
ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
আজ বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নুরুল আমিন। এসময় বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ থেকে বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এছাড়া ভোক্তাপর্যায়ে বোতলজাত এলপিজির ৫ দশমিক ৫ কেজির দাম ৬৫৭ টাকা, ১২ দশমিক ৫ কেজি ১ হাজার ৪৯২, ১৫ কেজি ১ হাজার ৭৯০, ১৬ কেজি ১ হাজার ৯১১, ১৮ কেজি ২ হাজার ১৪৯, ২০ কেজি ২ হাজার ৩৮৮, ২২ কেজি ২ হাজার ৬২৭, ২৫ কেজি ২ হাজার ৯৮৫, ৩০ কেজি ৩ হাজার ৫৮২, ৩৩ কেজি ৩ হাজার ৯৪০, ৩৫ কেজি ৪ হাজার ১৭৯ এবং ৪৫ কেজি বোতলজাত এলপিজির দাম ৫ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তাপর্যায়ে) মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৯ টাকা ৪০ পয়সা সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজি ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫ টাকা ৫৭ পয়সা সমন্বয় করা হয়েছে। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬৫ টাকা ৬৭ পয়সা সমন্বয় করা হয়েছে।